যশোরে স্বর্ণ পাচারের সময় মোসা. রত্না বেগম (৩৪) নামের এক নারীকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাকে স্বর্ণসহ আটক করা হয়। তার কাছ থেকে ১.১৬৫ কেজি (১০০ ভরি) ওজনের ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ টাকারও বেশি।
বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, খুলনা ব্যাটালিয়নের অধীন পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে ভারতে পাচার হতে পারে।
এরপর খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টিম অভিযান চালায়।
অভিযানে পুটখালী সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৬২ আর পিলারের কাছ থেকে রত্না বেগমকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা মূল্যের ১.১৬৫ কেজি (১০০ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় রত্নার স্বামী মো. কামাল হোসেনকেও আটক করা হয়েছে। বিজিবি জানিয়েছে, জব্দকৃত স্বর্ণের বারগুলো আটক নারীর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। যা পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে স্বীকারোক্তি পাওয়া গেছে।