সেমিতে খেলার স্বপ্ন অধরায় রয়ে গেল বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপের ৬ দলের মধ্যে ৫ম স্থানে থেকে দলকে বিদায় নিতে হয়েছে। তবে চলতি বিশ্বকাপে সাফল্যও কম নয় টাইগারদের। প্রথমবারের মতো মূল পর্বে দুটি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে সাকিব আল-হাসানের দল।
বিশ্বকাপের পাঠ চুকিয়ে এরইমধ্যে বিমানে চড়েছে বাংলাদেশ।
বিশ্বকাপ থেকে বিদায়ের পরদিনই দেশে ফেরার ফ্লাইটে তুলে দেয়া হচ্ছে দলকে। অ্যাডিলেড থেকে সিঙ্গাপুর হয়ে আজ (সোমবার) রাতেই ঢাকায় নামবেন ক্রিকেটাররা। অ্যাডিলেড থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৬টা ১০ মিনিট) ফ্লাইটে চড়েন ৩০ জনের বহরের ২১ জন।
দলের সবাই দেশে ফিরলেও আজ দেশে ফিরছেন না অধিনায়ক সাকিব আল হাসান। সিঙ্গাপুর থেকে ধরবেন যুক্তরাষ্ট্রের ফ্লাইট। সেখানে পরিবারের কাছে ছুটি কাটাবেন তিনি।
তবে অস্ট্রেলিয়া থেকে এখনই ফিরছেন না নুরুল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। আরো কিছুদিন অস্ট্রেলিয়াতেই থাকছেন তারা। এ সময়টাতে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরার পরিকল্পনাও আছে তাদের।
এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে দু’টিতে জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের সঙ্গে জিতলেও দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে টাইগাররা।