ইউরোপীয় ইউনিয়নভুক্ত দুই দেশ নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিক্টার সেভেনডে্ , সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে ও পলিটিক্যাল সেক্রেটারিদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। মঙ্গলবার (৮ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল বৈঠকে অংশ নিয়েছেন।
বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, গত কয়েক মাস ধরেই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন।
আজকের বৈঠকে আগামী জাতীয় নিবাচন, তত্ত্বাবধায়ক ইস্যু, বিএনপির চলমান কর্মসূচি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।