কুষ্টিয়ায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ভালো ফলন হলেও হতাশ চাষি। সার ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, তাই ফলন ভালো হলেও লাভের মুখ দেখতে পারছেন না বলে দাবি কৃষকদের।
এদিকে চালকল মালিকরা বলছেন- তাদের বেশি দামে ধান কিনতে হচ্ছে, তাই চালের দাম কমানো যাচ্ছে না।
সরকারি সংগ্রহ অভিযানেও চাল দেওয়া নিয়ে সংশয় রয়েছে তাদের। তবে সব বিষয় সমন্বয় করে কাজ করার কথা বলছে খাদ্য বিভাগ।
কুষ্টিয়ায় শুরু হয়েছে ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভাল পাচ্ছেন কৃষক। কিন্তু সার ও ডিজেলের দাম বেড়ে যাওয়া এবার প্রতি বিঘায় উৎপাদন খরচ পড়েছে ১৯ হাজার টাকার মতো। বিঘাপ্রতি গড়ে ১৭ মণ ধান পাচ্ছেন কৃষকরা। সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করলে বিঘাপ্রত ১৯ হাজার টাকার তার সামান্য বেশি।
তবে, কৃষি বিভাগের আশা এবার ধানের ফলন ভালো হওয়ায় কৃষকও লাভ পাবেন।
এদিকে মৌসুমের শুরুতে চালের দাম না কমায় হতাশ ক্রেতারা। তারা বলছেন, এর আগে ধান উঠার মৌসুমে এতো বেশি দামে চাল কিনতে হয়নি তাদের।
অন্যদিকে চালকল মালিকরা বলছেন, ভরা মৌসুমেও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ধান, কিনতে হচ্ছে বেশি দামে। তাই কমছে না চালের দাম।
১০ নভেম্বর শুরু হতে যাচ্ছে ধান চাল সংগ্রহ অভিযান। এবার ৪২ টাকা কেজি দরে চাল কিনবে সরকার।