নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে বাংলাদেশের সব ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা হয়েছে। এখন নির্ভয়ে তারা ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে। ’
সোমবার (৮ নভেম্বর) বিকালে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজির মন্দিরের রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার অপশক্তি আমাদের বিভিন্নভাবে নির্যাতন করছে।
তবুও আমরা থেমে যাইনি। তাদের সঙ্গে লড়াই করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মাথা উঁচু করে কথা বলতে পারছ। ’
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে ওই মেলার উদ্বোধক ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, হিন্দু নেতা রতন সিং, রাজদেবত্তর স্টেটের এজেন্ট রঞ্জিৎ সিং প্রমুখ।
একমাস ব্যাপী এই ঐতিহ্যবাহী কান্তজি রাসমেলা প্রায় তিনশ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। দেশ-বিদেশের লাখো ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সমাগম ঘটে এ মেলায়।