ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হওয়ায় শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকারের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিডনির একটি আদালত। সোমবার (৭ নভেম্বর) তার জামিন নাকচ করে দেন আদালত।
এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা বলেন, গুনাথিলাকাকে অস্ট্রেলিয়ায় একজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ অভিযোগে তাকে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ খেলতে এসে ভুক্তভোগী নারীর সঙ্গে এক ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় গুনাথিলাকার। এরপর গত ২ নভেম্বর রোজ বে’র একটি আবাসনে ওই নারীকে ধর্ষণ করা হয়। ২৯ বছর বয়সী ওই নারীকে ধর্ষণের অভিযোগে গত রবিবার গুনাথিলাকা গ্রেপ্তার হন গুনাথিলাকা।