স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি সমাবেশের নামে শান্তি-শৃঙ্খলার বিঘ্ন ঘটালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৮ নভেম্বর) গণপ্রকৌশল দিবস এবং আইডিইবির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা শেষে গণমাধ্যমকে একথা বলেন মন্ত্রী।
এ সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তাদের নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হয়েছে, তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।
এই প্রক্রিয়া চলমান থাকবে। ’
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে এ সময় প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।