ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া থেকে ৬২ পিস স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গোড়পাড়ার আমতলা থেকে তাদেরকে আটক করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, নাইম হোসেন এবং আজহারুল ইসলাম।
তারা শার্শা উপজেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২ পিস স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের ওজন ৭ কেজি ২৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান জুয়েল ইমরান।