সিংড়ার চলনবিলে কারেন্ট জালের ফাঁদ পেতে পাখি শিকারের সময় হাতে-নাতে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মহেশচন্দ্রপুর গ্রামের ইসলাম সরদার (৪৫) ও সাইফুল ইসলাম (৪২) নামের দুই পাখি শিকারিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।
মঙ্গলবার রাত ৯টায় চলনবিলের বাইকোলা বিলে অভিযান চালিয়ে তাদের আটক করেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এসময় দেশীয় প্রজাতি ও অতিথি ৪টি পাখি উদ্ধার ও দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।
আর আহত পাখিগুলোকে বুধবার সকালে চিকিৎসা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. কে. এম ইফতেখারুল ইসলাম।
চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীতের শুরুতে বিলের অল্প পানিতে মাছের সাথে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে চলনবিল। আর এক শ্রেণির পাখি শিকারিরা বিভিন্ন ফাঁদ পেতে বিলের বিভিন্ন পয়েন্টে পাখি শিকারের নেমে পড়ে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইকোলা বিলে প্রায় ৪ কিলোমিটার কাঁদা-পানি মাড়িয়ে দুই পাখি শিকারিকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান। স্থানীয় মহেশচন্দ্রপুর বাজারে জব্দকৃত ফাঁদ ধ্বংস ও পাখি শিকার বন্ধে প্রচারণা চালানো হয়।
এই অভিযানে অংশগ্রহণ করেন চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী হাসিবুল হাসান, হাবিব প্রামাণিক প্রমুখ।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, চলনবিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে ২০১২ সাল থেকে রাত-দিন বিলের দুর্গম এলাকায় প্রতিনিয়তই ছুটে চলেছেন চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে সব সময় তাদের সহযোগিতা করা হচ্ছে।