মামলা দায়েরের তিন বছর পর নাটোরের বড়াইগ্রামে পরকীয়া প্রেমের জেরে স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক আসামী বেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সিপিসি-২ এর একটি অপারেশন দল গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম থানার স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত পলাতক আসামি বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বেলাল হোসেন বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়ারী গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে।
উল্লেখ্য, পরকীয়া জেরে ২০১৯ সালের ৩১ শে মার্চ বেলাল হোসেন তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকেই বেলাল পলাতক ছিল। মামলাটি পিবিআই এর কাছে তদন্ত করতে দেয়া হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি বেলাল হোসেন হত্যার বিষয়টি স্বীকার করেছে। পরে আসামিকে নাটোর পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।