আগামী রোববার (১৩ নভেম্বর) পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া আসরের সমাপ্তি হচ্ছে। এই ম্যাচে পাকিস্তান-ইংল্যান্ডের সঙ্গে মাঠে দেখা যাবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কানদেরও। ফাইনাল ম্যাচটি পরিচালনা করতে দেখা যাবে লঙ্কান ধর্মসেনা ও আফ্রিকান এরাসমাসকে। আইসিসি ঘোষিত অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ফাইনাল ম্যাচে লড়বে ইংল্যান্ড ও পাকিস্তান। তবে শুক্রবার (১১ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে দুই অন-ফিল্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ারের নাম প্রকাশ করেছে আইসিসি।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। বিশ্বকাপের গত আসরের ফাইনালেও দায়িত্বে ছিলেন তিনি। আর ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আরেক লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। আর তার পার্টনার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।
গত বছর অনুষ্ঠিত হওয়া সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে বিশ্বকাপের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরাসমাস। ধর্মসেনা ছিলেন রিজার্ভ আম্পায়ার।
এছাড়া টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্বাগতিক অস্ট্রেলিয়ার পল রাইফেল।