চাঁদপুরে ঠান্ডাজনিত রোগ বাড়ছে। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত রোগীর ভিড় এখন হাসপাতালে; যাদের বেশিরভাগই শিশু। আসন সংখ্যার চেয়ে তিন গুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।
চাঁদপুর সদর হাসপাতাল গিয়ে দেখা যায়, হাসপাতালটি রোগীতে ঠাসা। ঠান্ডাজনিত কারণে প্রতিদিনই বাড়ছে রোগী, শয্যা না পেয়ে অনেকেই ঠাঁই হয়েছে মেঝেতে। এই হাসপাতালে গড়ে প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছেন তিন থেকে সাড়ে ৩শ’ রোগী। সেবা নিতে এসে নানা বিড়ম্বনার কথা জানান স্বজনরা।
চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আব্দুল আজিজ মিঞা জানান, হাসপাতালে এখন জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত রোগীর ভিড় বেশি। যাদের বেশিরভাগই শিশু। অভিভাবকদের জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
২৯ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দুই সপ্তাহে এই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় সাতশ’রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪শ’ জন।