কনমেবল বাছাইয়ে মাঠের বাইরে আলোচিত বাইরন কাস্তিয়োকে ২৬ জনের বিশ্বকাপ দলে রাখেনি ইকুয়েডর। তবে কোচ গুস্তাভো আলফারো বাছাইপর্বের ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখা গোলকিপার আলেক্সান্ডার ডমিঙ্গেজ, মিডফিল্ডার কার্লোস গ্রুয়েজো, ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া ও কেভিন রদ্রিগেজকে রেখেছেন।
আগামী ২০ নভেম্বর রাত ১০টায় স্বাগতিক কাতারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইকুয়েডর। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সেনেগাল ও নেদারল্যান্ডস।
ইকুয়েডরের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: মোয়েসেস রামিরেজ, আলেকজান্ডার ডমিঙ্গেজ, হার্নান গালিন্দেজ
ডিফেন্ডার: পিয়েরো হিনকাপি, রবার্ট আরবোলেদা, পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেলো প্রিসিয়াডো, জ্যাকসন পোরোজো, জাভিয়ের আরেগা, ফেলিক্স তোরেস, দিয়েগো প্যালাসিওস, উইলিয়াম পাচো
মিডফিল্ডার: কার্লোস গ্রুয়েজো, জোসে সিফুয়েন্তেস, অ্যালান ফ্রাঙ্কো, ময়েসেস ক্যাসেডো, অ্যাঞ্জেল মেনা, জেরেমি সারমিয়েন্টো, আইরটন প্রিসিয়াডো, সেবাস্তিয়ান মেন্ডেজ, গঞ্জালো প্লাটা, রোমারিও ইবাররা
ফরোয়ার্ড: জোর্কাইফ রেসকো, কেভিন রদ্রিগেজ, মাইকেল এস্ট্রাদা, এনার ভ্যালেন্সিয়া