রাঙ্গাবালীতে ১৫০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৫০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কেউর হাওলা গ্রাম সংলগ্ন রাবনাবাদ নদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ওই মাদক কারবারির নাম মঞ্জুরুল হাওলাদার (৪০)। তিনি উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মঞ্জুরুল দীর্ঘদিন ধরে নদীতে মাছ ব্যবসার আড়ালে ট্রলারে করে মাদকের কারবার করছিল। এমন খবরে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে রাঙ্গাবালী থানার পুলিশ অভিযান চলিয়ে তাকে মদসহ আটক করে। পুলিশ আরও জানায়, উপজেলার মৌডুবি ইউনিয়নের মৃদুপাড়া রাখাইন পল্লীতে উৎপাদিত এ চোলাই মদ রাঙ্গাবালীর রাবনাবাদ নদী হয়ে পাশের কলাপাড়া উপজেলা দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযানের সময়ে স্থানীয় দুই রাখাইন পালিয়ে গেছে। আটক মঞ্জুরুল এবং ওই দুই রাইখাইনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ২০১৮ সালে মঞ্জুরুলের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।