December 25, 2024, 4:10 pm

এইচএসসি পরীক্ষা থাকলেও ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন।

অনলাইন ডেক্স
  • Update Time : Wednesday, November 16, 2022,
  • 28 Time View

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল আগামী ৩ ডিসেম্বর। জাপান সফর শেষে এ দিন দেশে ফিরবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে সে দিন তার সম্মেলনে অংশ নেওয়া সম্ভব হবে না। তাই আগামী ৮ ডিসেম্বর সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

 

সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কামাল খান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে তিনি বলেন, আগামী ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমাদের জানিয়েছেন।

এদিকে একই দিন চলমান এইচএসসির ৪টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা রুটিন অনুসারে কেবলা ১১টা থেকে ১টা পর্যন্ত উচ্চতর গণিত দ্বিতীয় পত্র  ও ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত-গার্হস্থ্য বিজ্ঞান দ্তিীয় পত্র ও সংস্কৃত দ্বিতীয় পত্র পরীক্ষা।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন। ফেরার দিন ছাত্রলীগের সম্মেলন। তাই সেদিনের বদলে ডিসেম্বরের অন্য কোনো দিন সম্মেলনের তারিখ নির্ধারণের নির্দেশনা দেন তিনি। তাই ৩ ডিসেম্বরের দিন পিছিয়ে সম্মেলন ৮ ডিসেম্বর নিয়ে যায় ছাত্রলীগ। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির দেখভালের দায়িত্বে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সেখানে সম্মেলনের তারিখ নিয়ে সিদ্ধান্ত হয়। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের ইঙ্গিত দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71