December 23, 2024, 8:04 am

‘স্বাস্থ্যসেবায় প্যালিয়েটিভ কেয়ারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার’।

অনলাইন ডেক্স
  • Update Time : Thursday, November 17, 2022,
  • 60 Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জীবনের শেষপ্রান্তে বয়স্ক নাগরিকদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার প্যালিয়েটিভ কেয়ারকে স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তি করা ছাড়াও এ সেবাকে সর্বত্র ছড়িয়ে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাতে বৃহৎ পরিসরে প্যালিয়েটিভ কেয়ার সেবা প্রতিষ্ঠায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের যথেষ্ট সাপোর্ট রয়েছে। সরকার এ সেবাকে সামনে আরও এগিয়ে নিয়ে যাবে।

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়াত এডুকেশন আয়োজিত ‘প্যালিয়েটিভ কেয়ার স্কিলস ইন প্র্যাক্টিস’ শীর্ষক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আয়াত এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান সবাইকে ধন্যবাদ জানিয়ে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আয়াত এডুকেশনের কার্যক্রম তুলে ধরেন। তিনটি সেশনে দিনব্যাপী এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একদল দক্ষ বিশেষজ্ঞ বক্তব্য রাখেন।

সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবু বাশার মো. খুরশীদ আলম, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এনামুল হক, হার্ভার্ড কেনেডি স্কুলের অ্যাশ সেন্টার ফর ডেমোক্র্যাটিক গভর্ন্যান্স অ্যান্ড ইনোভেশনের সিনিয়র ফেলো ইকবাল কাদির, বিকাশের সিইও ও প্রতিষ্ঠাতা কামাল কাদির, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান, আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ হালিমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও এমজিএইচের বাংলাদেশ বিষয়ক পরিচালক ড. বিমলাংশু দে। বক্তব্য রাখেন ডব্লিউএইচপিসিএর নির্বাহী পরিচালক স্টিফেন আর কনর, বাংলাদেশ প্যালিয়েটিভ ও সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. রুবাব দৌলা, তরু ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাইফ কামাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের পরিচালক প্রফেসর ড. স্বপন কুমার বন্দ্যপাধ্যয়।

অনুাষ্ঠানের টেকনিক্যাল পর্বে ‘বাংলাদেশের প্যালিয়েটিভ কেয়ার প্রতিষ্ঠায় সমস্যা ও প্রতিবন্ধকতা’ বিষয়ের ওপর বক্তব্য রাখেন হার্ভার্ড মেডিকেল স্কুলের গ্লোবাল হেলথ ও সোশ্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এরিক লুইস ক্র্যাকাউর, অবস্ট্রেট্রিকস গাইনোকোলজি ও রিপোডাক্টিভ বায়োলজি বিভাগের অধ্যাপক এন্যেক্যাথরিন গুডম্যান, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক অ্যান্ড্রে ব্রেনাগান, ডিজিএইচএসের এনসিডিসি প্রোগ্রামের লাইন পরিচালক অধ্যাপক ড. মো. রোবেদ আমিন, বিএসএমএমইউয়ের প্যালিয়েটিভ কেয়ার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মতিউর রহমান ভুঁইয়া, সংসদ সদস্য ও বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

দিনব্যাপী এ কর্মসূচির তৃতীয় পর্বে ‘বাংলাদেশের নার্সিং শিক্ষায় প্যালিয়েটিভ কেয়ারের বর্তমান অবস্থা’ বিষয়ের ওপর প্যানেল আলোচনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটির হেলথ সায়েন্সেসের ইমেরিটাস প্রফেসর ও সহযোগী ডিন অ্যান্ন্যে ম্যারি ব্যারন। সঞ্চালনা করেন সিমন্স ইউনিভার্সিটির কলেজ অব ন্যাচারাল, বিহ্যাবিওরাল ও হেলথ সায়েন্সেসের অধ্যাপক ও ডিন ল্যাপেইন সার্প ম্যাকহেনরি। আলোচনায় অংশ নেন আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ হালিমা আক্তার, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট জেনারেল হসপিটালের নার্স প্র্যাক্টিশনার (অনকোলজি) নিশা ওয়ালি, রেজিস্ট্রার্ড নার্স এমিলি ইয়ারহার্ডট প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71