মালয়েশিয়ান বিমান এমএইচ১৭ বিধ্বস্ত করায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ডেনমার্কের একটি আদালত। আজ বৃহস্পতিবার হেগ জেলা আদালত এ রায় দেন। খবর আলজাজিরার।
২০১৪ সালে পশ্চিম ইউক্রেনে একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করে একটি সশস্ত্র গোষ্ঠী।
এতে ৮০ শিশু ও ১৫ ক্রুসহ ২৯৮ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই ডাচ ও অস্ট্রেলীয় নাগরিক ছিলেন। এ ঘটনার আট বছর পর এ রায় দেওয়া হলো।
এ ঘটনায় তিন জনকে দোষী সাভ্যস্থ করেছে আদালত। সাজাপ্রাপ্তরা হলেন সাবেক রুশ গোয়েন্দা এজেন্ট ইগর গিরকিন ও সের্গেই দুবিনস্কি এবং বিচ্ছিন্নতাবাদী ইউক্রেনীয় নেতা লিওনিড খারচেঙ্কো। এ ছাড়া এই ঘটনায় একজনকে খালাস দেওয়া হয়েছে। রায় দেওয়ার সময় তিন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া ওলেগ পুলাটভ নামে আরেক রুশ নাগরিককে খালাস দেওয়া হয়েছে।
ওই সময় ওই অঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছিল। রায়ের সারাংশ পড়ার সময় আদালতের প্রিসাইডিং বিচারক হেনড্রিক স্টেনহুইস বলেন, সন্দেহভাজন ব্যক্তিরা যা করেছেন তার জন্য তারা সবচেয়ে কঠিন শাস্তি প্রাপ্য। তাদের এ অপরাধ বহু ভুক্তভোগী এবং তাদের জীবিত আত্মীয়দের অনেক ভোগান্তিতে ফেলেছে।
তবে সাজাপ্রাপ্ত এ তিন ব্যক্তি খুব শিগগিরই সাজা ভোগ করবেন এমন সম্ভাবনা নেই। কেননা তারা এখনো পলাতক। আসামি ও তাদের আইনজীবীদের আপিলের জন্য দুই সপ্তাহ সময় আছে।
স্টেনহুইস বলেন, বিচার কাজের সময় আইনজীবীদের দেওয়া তথ্যে প্রমাণিত হয়, এমএইচ ১৭ বিমানটি রাশিয়ার তৈরি বুক ক্ষেপণাস্ত্র দ্বারা ভূপতিত করা হয়। এ ছাড়া ঘটনার সময় ইউক্রেনের পূর্ব অঞ্চল রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে ছিল বলেও ধারণা করছেন আদালত।