অভিনব কায়দায় মাদক পাচারকালে ৬৫০ বোতল ফেন্সিডিলসহ ফরিদপুর আন্ত:জেলা মাদক কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সাড়ে ৩টার সময় নগরকান্দার জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসির একটি বাস তল্লাসী করে ৬৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ হাসান (৪১), তার স্ত্রী রূপা বেগম (৩৭) ও প্রতিবেশী মোসাম্মাৎ সাদিয়া বেগম (৩০)।
তারা চুয়াডাঙ্গা ও যশোরের বাসিন্দা। তারা চুয়াডাঙ্গার সীমান্ত থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকায় বিক্রি করতেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।