সরকারবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়া দুই ছাত্রনেতাকে আটকের প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। শুক্রবার (১৮ নভেম্বর) কলম্বোয় নিরাপত্তা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।
জানা যায়, তিন মাস আগে সরকারবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় দুই ছাত্রনেতাকে আটক করা হয়।
পরে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে তাদের তিন মাস কারাদণ্ড দেন দেশটির আদালত। তবে কারাদণ্ডাদেশের মেয়াদ শেষ হলেও তাদের মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ তোলে কলম্বোর ছাত্র ইউনিয়ন পরিষদ। এরই জেরে শুক্রবার ব্যানার ও প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নামেন ছাত্ররা।
কলম্বোয় বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে বিক্ষোভ দমাতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর।
বিক্ষোভকারীদের দাবি, নেতাদের বেআইনিভাবে আটকে রেখেছে রনিল বিক্রমাসিংহে সরকার।