নাটোরে পৃথক অভিযানে হিরোইন ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার বিবেল ৪টায় সদর থানার হরিশপুর বাইপাস মহাসড়কে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডোমরাই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিপিসি-২ র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মোস্তফা কামাল মিন্টু (৪০), একই এলাকার মো. ছোটন (৩০) ও বাগাতিপাড়া উপজেলার সোনাপুর বাজার এলাকার মো. রবিউল ইসলাম সেন্টু (৩৫) ওরফে সেন্টু মণ্ডল।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিশপুর বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় ২২৬ গ্রাম হিরোইনসহ দুজনকেেআটক করা হয়। পরে ডোমরাই এলাকা থেকে এক কেজি গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন, ৬ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
তিনি জানান, এ ঘটনায় নাটোর সদর ও বাগাতিপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। পরে তাদের থানা সোপর্দ করা হয়।