পিপলস লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ক্ষুদ্র আমানতকারীদেরকে টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান শাহেদ ফেরদৌস।
শনিবার পিপলস লিজিংয়ের আমানতকারীদের এক সাধারণ সভায় তিনি একথা জানান। তিনি বলেন, পাওনা টাকা সংগ্রহের চেষ্টা চলছে।
ইতিমধ্যে প্রায় ১০০ কোটি টাকা উদ্ধার করতে পেরেছি।
অনুষ্ঠানে আমানতকারীরা দ্রুত অর্থ ফিরে পেরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পিকে হালদারসহ দোষীদের বিদেশ যেতে নিষেধাজ্ঞার দাবি জানান তারা। প্রধান সমন্বয়কারী আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় সেক্রেটারি রানা ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।