এবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবী ১০ রাশিয়ান যুদ্ধবন্দীকে হত্যা করেছে ইউক্রেন। শুক্রবার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার আটক সেনাদের হত্যা করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, লুহানস্ক অঞ্চলে মাটিতে শুয়ে আত্মসমর্পন করছে রাশিয়ান সেনা।
এ সময় নিরস্ত্র সে সেনাদের গুলি করে হত্যা করে অস্ত্রে হলুদ ব্যান্ডধারী সশস্ত্র সেনারা। ভিডিওতে ১২ জনের মৃতদেহ দেখা গেছে। মস্কো এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান সেনাদের বর্বরভাবে হত্যা এই প্রথম বা একমাত্র যুদ্ধাপরাধ নয়। ইউক্রেনীয় বাহিনীর নিয়মিত এ ধরণের যুদ্ধাপরাধ করে। তবে কিয়েভের পশ্চিমা মিত্ররা না দেখার ভান করে। তবে এ অভিযোগের ব্যাপারে কোন মন্তব্য করেনি কিয়েভ।