গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ জাকারিয়াকে আলম সরকার ও জাহিদুল নামে দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার চকরহিমাপুর মণ্ডলপাড়া গ্রাম থেকে জাহিদুলকে ও পৌরসভার ঝিলপড়া থেকে জাকারিয়াকে আটক করা হয়।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মামুনুর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদকবিক্রেতা জাহিদুল ও জাকারিয়াকে আটক আটক করা হয়।
এদের মধ্যে জাহিদুলের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ ৩০০টি ইয়াবা এবং জাকারিয়ার কাছ থেকে ৫০টি ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সন্ধ্যায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।