আজ রোববার থেকে পর্দা উঠছে ২২তম বিশ্বকাপ ফুটবলের। বিশ্বসেরার মুকুট পরতে এক মাস ধরে লড়াই চলবে। বিশ্বকাপে নিজেরা না খেললেও সমর্থনে পিছিয়ে নেই বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের মধ্যে অনেক আগ থেকে শুরু হয়েছে উন্মাদনা।
খেলা নিয়ে উন্মাদনায় পিছিয়ে নেই তারকারাও। পছন্দের দলের জার্সি পরে সামাজিকমাধ্যমে জানান দিচ্ছেন উন্মাদনার কথা। কোনো তারকা সাপোর্ট করছেন ব্রাজিল, কোনো তারকা আর্জেন্টিনা, কেউ আবার অন্য কোনো দল।
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী গতকাল শনিবার সামাজিকমাধ্যমে একটি ছবিটি পোস্ট করেছেন। ছবিটিতে দেখা গেছে, ওমর সানী ও মৌসুমী ব্রাজিলের জার্সি পরে আছেন। আর মৌসুমীর হাতে একটি ফুটবল।
ক্যাপশনে সানী লেখেন, ‘ডাইনে যাও ব্রাজিল, বায়ে যাও ব্রাজিল, সামনে যাও ব্রাজিল, পিছনে যাও ব্রাজিল, নগদে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব’।
আরও পড়ুন: শাকিব-অপুর বিপক্ষে পূজা
এখন ফুটবল খেলাটা বেশ বুঝি, তাই ব্রাজিলই সাপোর্ট করি: অপু
এদিকে, অন্যান্য তারকাও তাদের প্রিয় দলের জার্সি পরে ছবি পোস্ট করে জানান দেন কোন দলের সাপোর্টার। ঢালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও ব্রাজিলের সাপোর্টার বলে সম্প্রতি নিজেই জানিয়েছেন। তবে হালের আরেক নায়িকা পূজা চেরি আর্জেন্টিনার সাপোর্টার বলে জানান তিনি।