পরিবর্তন চাইলে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজপথ দখলের ষড়যন্ত্রে আছে বিএনপি।
রোববার (২০ নভেম্বর) রাজধানীর উত্তরায় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের এক সভায় এসব বলেন কাদের। তিনি বলেন, মুখে না বললেও অন্তরে রাজপথ দখলের ষড়যন্ত্র করছে বিএনপি।
কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না আওয়ামী লীগ।
সন্ত্রাসী জঙ্গিবাদীদের হাতে দেশের মানুষের শান্তি যেন নষ্ট না হয়, সেজন্য দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর উত্তরায় সন্ত্রাসী বিরোধী এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এতে মহানগর আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি জামায়াত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্যের বিরুদ্ধে তাদের এই শাস্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল।
শান্তি সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে হাজার হাজার মানুষের দখলে চলে যায় উত্তরা হাউজ বিল্ডিং থেকে জমজম টাওয়ার পর্যন্ত।
স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে কাদের বলেন, আগুন নিয়ে খেলতে আসলে রাজনীতির মাঠে এর জবাব দেবে আওয়ামী লীগ। কোন সন্ত্রাসী, জঙ্গি গোষ্ঠীর হাতে দেশ শান্তি ও গণতন্ত্র বিঘ্নিত হতে দেবে না সরকার। বিএনপি মহাসচিব ষকে সময় মিথ্যাবাদী বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ ওবায়দুল কাদের।