December 22, 2024, 10:21 pm

পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে পটুয়াখালী ছাত্রদলের বিক্ষোভ।

পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Sunday, November 20, 2022,
  • 146 Time View
পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে পটুয়াখালী ছাত্রদলের বিক্ষোভ।

কুমিল্লার বিভাগী গন-সবাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরনকালে পুলিশে সদস্যদের গুলিতে নিহত ব্রাহ্মনবাড়িয়ার সোনারামপুর ইউনিয়নের ।

সহ-সভাপতি ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা, পৌর ও সদর থানা ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে পটুয়াখালী ছাত্রদলের বিক্ষোভ।

 

রবিবার ২০ নভেম্বর বিকেল ৪ টার সময় পটুয়াখালী তিতাস মোড়ে পৌর,

পটুয়াখালী জেলা ছাত্রদলের মোঃ আমিরুল ইসলাম (রয়েল), পটুয়াখালী জেলার পৌর ছাত্রদলের সদস্য সচিব আহসানউল্লাহ মিরাজ (প্রিন্স) এর নেতৃত্বে ঘন্টাব্যাপী প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, জেলা ছাত্রদলের নুরুজ্জামান সুমন চুন্নু আকঁন, মুরাদ, দোলন খাঁন, শাওন হোসেন, জাহিদুল ইসলাম,সগির, তন্ময়, রনি,রায়হান। এছাড়াও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও মাসুদ খাঁন। বিক্ষোভে জেলা, পৌর, সদর থানা ছাত্রদল নেতাকর্মীদের পাশাপাশি আরও উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী প্রমুখ।

এসময় নেতাকর্মীরা বলেন, পুলিশ সদস্য গুলি করে বারবার ছাত্রদল নেতাদের হত্যা করছে। এর প্রতিবাদে দলীয় কথিত পুলিশ সদস্যদের আওয়ামীলীগ পুলিশ সদস্য দাবি করে তাদের প্রতি ঘৃনা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন পুলিশ দেশের আইনশৃঙ্খলা বাহিনী তারা দেশ ও দশের নিরাপত্তার সার্থে কাজ করবে। আইন সবার জন্য সমান কিন্তু কথিত পুলিশ সদস্যদের আওয়ামীলীগ পুলিশ বলে আক্ষায়িত করা হয়। এদের ঘৃণিত কাজের জন্য পুলিশ ডিপার্টমেন্ট বদনামি হচ্ছে। এসমস্ত পুলিশ সদস্যদের কাছে জনগন ও নিরাপদ নয়। তাই অবিলম্বে এই হত্যাকান্ড বন্ধ ও ঐ সমস্ত ঘৃণিত অপরাধীদের মনিটর করে আইনের আওতায় আনতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71