ইউক্রেন ছেড়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকলে দেশটির নাগরিকদের তা বিবেচনা করা উচিৎ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের বেসরকারি জ্বালানি সংস্থা ডিটিইকের প্রধান ম্যাক্সিম টিমচেঙ্কো। বিবিসিকে তিনি বলেন, আগামী তিন-চার মাস থাকার জন্য যদি বিকল্প যায়গা থাকে তবে তাদের সেখানে যাওয়া উচিৎ।
গত কয়েক সপ্তাহে রাশিয়ার ক্ষেপানাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর প্রায় অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কির দাবী, বিদ্যুৎহীন হয়ে পড়েছে
দেশটির এক কোটি মানুষ।
আসছে শীতে তাপমাত্রা কমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে।
এরমধ্যে পরিকল্পিত ব্লাকআউট এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে ইউক্রেনীয়দের জন্য। এ সপ্তাহের শুরুতে ক্রেমলিন মুখপাত্র বলেন, আলোচনায় না বসার পরিণতি হিসেবে আক্রমণের শিকার হচ্ছে কিয়েভ।
টিমচেঙ্কো বলেন, রাশিয়ার হামলায় প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ছে জ্বালানী অবকাঠামো। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে চাহিদা কমাতে হবে।
সূত্র: বিবিসি।