আজ রোববার রাতে বিশ্ব ফুটবলের মূল আসর কাতার বিশ্বকাপের পর্দা উঠছে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা দেশের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও ছুঁয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পছন্দ কোন দল? তিনি বলছেন, আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সের যে কেউ চ্যাম্পিয়ন হলেই তিনি খুশি।
শনিবার (২০ নভেম্বর) সেতুমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমি সব দলের খেলাই দেখি।
ভালো খেলা কোনোটাই মিস করি না। ’
সুনির্দিষ্টভাবে এবারের বিশ্বকাপে কোনো দলের সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সুনির্দিষ্টভাবে কোনো দলের সমর্থন করি না। তবে আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে যেকোনো একটি দল চ্যাম্পিয়ন হলেই আমি খুশি। ’