ভারতে গত অক্টোবরে রপ্তানি আয় ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে পৌঁছেছে ৫ হাজার ৮৩৬ কোটি ডলারে। বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য ও পরিষেবা রয়েছে রপ্তানির এ তালিকায়।
দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, অক্টোবরে ৭ হাজার ৩০০ কোটি ডলারে উন্নীত হয়েছে দেশটির আমদানি। যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮২ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৪৪ হাজার ৪৭৪ কোটি ডলারে দাঁড়িয়েছে ভারতের রপ্তানির আয়। যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫৬ শতাংশ বেশি। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ২৬ হাজার ৩৩৫ কোটি ডলারের পণ্যদ্রব্য রফতানি হয়েছে বলে জানিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়।