সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপির নেতাকর্মীদের আটক করা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বিএনপির অভিযোগ গায়েবি মামলা দেয়া হচ্ছে। তবে গায়েবি মামলা কারও নামে দেয়া হয়নি।
রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ১০ ডিসেম্বর ঘিরে বিএনপি যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটায় আগের মত তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার।
মন্ত্রী বলেন, তারা যত লোকের কথা বলছেন সেদিন সমাবেশের জন্য এত লোকের জায়গা ঢাকায় নাই। পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে এ ব্যাপারে কাজ করার জন্য।
এর আগে দিল্লি সফর নিয়ে তিনি বলেন, সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সাথে বৈঠকে বাংলাদেশে এখনও হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার এবং মানবপাচার নিয়ে আলোচনা হয়েছে। নো ম্যানস ল্যান্ডের আওতায় দুই দেশের মধ্যে যতটুকু সমস্যা ছিল সেটা আর থাকবে না।
তিনি আরও বলেন, ভারত থেকে গরু পাঠানো বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। মিজোরাম দিয়ে এখন মাদক আসে দেশে সেটা বন্ধ করার অনুরোধ করা হয়েছে।