এবার সাবেক গার্লফ্রেন্ডকে হত্যা করে ৬ টুকরো করলেন ভারতের উত্তর প্রদেশের এক যুবক। এ ঘটনায় ঘাতক প্রেমিক নাম প্রিন্স যাদবকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে মরদেহ উদ্ধার করতে গেলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় সে। খবর এনডিটিভির।
গত ১৫ নভেম্বর একটি কুপের মধ্যে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি আরাদ্ধানার বলে শনাক্ত হয়।
জানা গেছে, যাদবের সাথে প্রেমের সম্পর্ক ছিল ভুক্তভোগী আরাদ্ধানার। তবে এ বছরের শুরুতে অন্যত্র বিয়ে করে নেয় আরাদ্ধানা। এ কারণে তাকে হত্যার পরিকল্পনা করে যাদব। এ কাজে তাকে সাহায্য করে তার বাবা-মা, চাচাতো ভাই সর্বেশ ও পরিবারের অন্য সদস্যরা।
গত নভেম্বরে আরাদ্ধানাকে নিজের মোটরসাইকেলে করে একটি মন্দিরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা তার চাচাতো ভাই সর্বেশের সহায়তায় আরাদ্ধানাকে একটি আখ ক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে তারা। পরে মরদেহ ৬ টুকরো করে একটি পলিথিন ব্যাগে ভরে একটি কুপের মধ্যে ফেলে দেয়। আর মাথা দূরের একটি পুকুরে ফেলে দেয়।
এ ঘটনায় পুলিশ যাদবকে আটক করে। তাকে নিয়ে মরদেহের মাথা খুঁজতে ঘটনাস্থলে গেলে আগে থেকে লুকিয়ে রাখা একটি দেশীয় পিস্তল দিয়ে পুলিশের ওপর হামলা করে যাদব। পুলিশের সাথে গোলাগুলিতে ঘটনাস্থলেই নিহত হয় সে।
এ হত্যাকাণ্ডে যাদবকে সাহায্যকারী সর্বেশ, প্রমীলা যাদব, সুমন, রাজারাম, কালাবতী, মঞ্জু, শীলা এখনও পলাতক রয়েছে।
এর আগে দিল্লিতে গার্লফ্রেন্ডকে হত্যার পর ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দেন এক যুবক। হত্যার পর প্রায় তিন সপ্তাহজুড়ে শহরের বিভিন্ন স্থানে নিহতের মরদেহ ফেলে দিয়েছে অভিযুক্ত। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় ভারতজুড়ে।