সুনামগঞ্জের সীমান্ত ঘেঁষা উপজেলা বিশ্বম্ভরপুরে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ‘পাহাড় বিলাস’। আর তার পরিপূরক হিসেবে খড়চার হাওর তীরে নির্মাণ করা হয়েছে ‘হাওর বিলাস’ পর্যটন স্পট। দুটি পর্যটন কেন্দ্র এক নজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত পর্যটক আসছেন। যেখানে প্রকৃতির শীতল বাতাসে ও সবুজের আঙ্গিনায় দাঁড়িয়ে উপভোগ করছেন হাওর ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য।
নবনির্মিত এই দুটি স্পটেই রয়েছে দোলনা ও ক্যাফেসহ শিশুদের খেলাধুলার উপযোগী বিভিন্ন রাইড। এছাড়া কারেন্টের বাজার এলাকায় বোয়াল চত্বর ও পলাশ বাজারে গোল চত্বর নির্মাণ করায় অনন্য পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে বিশ্বম্ভরপুর। হাওর-পাহাড়ের মনোমুগ্ধকর ছোঁয়া পেতে প্রতিদিন যেখানে আসেন হাজারো পর্যটক।
দুটি পর্যটনস্পট নির্মাণে সহযোগিতা করেন স্থানীয় সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। এখানকার ব্যবস্থাপনা ভালো লাগলেও পর্যটন স্পটগুলোর সম্প্রসারণের দাবি পর্যটকদের। সে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সুনামগঞ্জ সদর থেকে বিশ্বম্ভরপুর উপজেলার দূরত্ব ২০ কিলোমিটার। বিশিষ্টজনেরা মনে করছেন, নতুন নতুন প্রকল্পের মাধ্যমে অবহেলিত এই উপজেলাকে যতো উন্নত করা হবে, ততই কমবে বেকারত্বের হার।