কাতারে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ খেলা ফুটবল বিশ্বকাপ। সঙ্গে শুরু হয়েছেন প্রিয় দলের সমর্থকদের উন্মাদনাও। প্রিয় দলের সমর্থনে বাড়ি রঙ করা, বৃহৎ পতাকা তৈরিসহ নিয়মিত শোভাযাত্রাও করছেন সমর্থকরা। এরই ধারাবাহিকতা রংপুরে সোমবার (২১ নভেম্বর) দুপুরে বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা পথচারীরা হাত নেড়ে তাদের উৎসাহ দেন। ১০০ ফুট দৈর্ঘ্যের পতাকাসহ বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে সব বয়সী সমর্থকরা টি-শার্ট পরে র্যালিতে অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে প্রিয় দল আর্জেন্টিনার জন্য শুভকামনা জানান সমর্থকরা।
আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সভাপতি আসাদুজ্জামান আফজাল বলেন, আমরা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা প্রিয় দলের জয় কামনা করে র্যালি করেছি। আশা করি এবার কাতার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। নগরীর টাউনহল চত্বরে বড় পর্দয় খেলা দেখার ব্যবস্থা করা হবে।