রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে পৌর এলাকার গড়েরমাঠ থেকে মরদেহটি উদ্ধার করে গোদাগাড়ি থানা পুলিশ।
আজ মঙ্গলবার গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি নাম আঁখি আক্তার (২০)।
সে নওগাঁর নিয়ামতপুর উপজেলার আফজাল হোসেনের মেয়ে। আর তার স্বামী সাগর হোসেন গোদাগাড়ী উপজেলার গড়েরমাঠ এলাকার বজলুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, সাগর-আঁখির সঙ্গে প্রেমের সম্পর্কের পর প্রায় দেড় বছর আগে দুইজনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী সাগর। অত্যাচার সহ্য করতে না পেরে আঁখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সোমবার সবার অজান্তে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আঁখি। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।