ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। রাস্তার এক লেনের এই যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন রুটটি ব্যবহারকারীরা।
মঙ্গলবার (২২ নভেম্বরর) ভোর থেকেই মহাসড়কটির ময়মনসিংহগামী লেনে এ যানজট দেখা দিয়েছে।
জানা যায়, সোমবার রাতে রাস্তার ময়মনসিংহগামী লেন বন্ধ করে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের টঙ্গীর অংশে কাজ করা হচ্ছে।
এতে করে এমন যানজটের সৃষ্টি হয়েছে। আর এই যানজটের প্রভাব পড়েছে মিরপুর রুটেও।
এয়ারপোর্ট রোডের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, বিআরটি প্রকল্পের কাজের জন্য সোমবার রাত থেকে ময়মনসিংহগামী লেনটি বন্ধ করা হয়। বিকল্প কোনো রাস্তা না থাকায় লেনটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবশ্য মঙ্গলবার সকালের দিকে প্রকল্পের কাজ বন্ধ করে লেনটি চালু করা হয়েছে।
বর্তমানে ধীর গতিতে লেনটি দিয়ে যান চলাচল করছে বলেও জানান এই ট্রাফিক ইন্সপেক্টর।
এই রুটে চলাচলকারী ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের এক বাস সহকারী বলেন, ‘কাল রাতে প্রায় ৪ ঘণ্টা ওই লেনটি বন্ধ করা হয়। এর জন্যই বর্তমানে এই অবস্থা। এই রাস্তা কবে যে ঠিক হবে আল্লাহ ভালো জানে। ’
সকাল ৭টার দিকে রাস্তাটি দিয়ে আব্দুল্লাহপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় আসছিলেন এই প্রতিবেদক। তিনি দেখেন, ময়মনসিংগামী লেনে কোনো গাড়িই নিজের অবস্থান থেকে সরছে না। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গাড়িগুলো। যানজটের কারণে গাজীপুর থেকে রাজধানীতে ঢোকা বাসের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। বাসের জন্য দাঁড়িয়ে রয়েছেন অনেকে।
মিরপুর থেকে বসুন্ধরা আসছিলেন বাংলানিউজের সহ-সম্পাদক শিপন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মাটিকাঁটায় এক স্থানে এক ঘণ্টা দাঁড়িয়ে আছি। বাস নড়ছে না। কতক্ষণে অফিসে পৌঁছাবো তা বলতে পারছি না। ’