পদের নাম: স্কিল্ড মেইনটেনার (সিগন্যালিং)।
পদসংখ্যা: ৬।
পদের নাম: স্কিল্ড মেইনটেনার (টেলিকমিউনিকেশন/অটোমেটিক ফেয়ার কালেকশন)।
পদসংখ্যা: ৭।
পদের নাম: স্কিল্ড মেইনটেনার (প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর)।
পদ সংখ্যা: ২।
পদের নাম: স্কিল্ড মেইনটেনার (ট্র্যাকশন)।
পদসংখ্যা: ৫।
পদের নাম: স্কিল্ড মেইনটেনার (সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন)।
পদসংখ্যা: ২।
পদের নাম: স্কিল্ড মেইনটেনার (ইঅ্যান্ডএম)।
পদসংখ্যা: ৪। পদের নাম: স্কিল্ড মেইনটেনার (লিফট)।
পদসংখ্যা: ২।
পদের নাম: স্কিল্ড মেইনটেনার (এস্ককেলেটর)।
পদ সংখ্যা: ২।
পদের নাম: স্কিল্ড মেইনটেনার (পি-ওয়ে)।
পদ সংখ্যা: ২।
পদের নাম: স্কিল্ড মেইনটেনার (সিভিল)।
পদসংখ্যা: ২।
পদের নাম: স্কিল্ড মেইনটেনার (রোলিং স্টক)।
পদসংখ্যা: ১০। পদের নাম: স্কিল্ড মেশিন অপারেটর (রোলিং স্টক)।
পদসংখ্যা: ২।
পদের নাম: স্কিল্ড ড্রাইভার ক্যাটেনারি মেইনটেন্যান্স ভেহিকেল (সিএমভি)।
পদসংখ্যা: ১।
পদের নাম: স্কিল্ড রেল কাম রোড ভেহিকল (আরআরভি-রোলিং স্টক)।
পদসংখ্যা: ১।
পদের নাম: ক্রেন মাউন্টেড ট্রাক অপারেটর (রোলিং স্টক)।
পদসংখ্যা: ১।
পদের নাম: স্কিল্ড ফর্ক লিফট অপারেটর (রোলিং স্টক)।
পদসংখ্যা: ২। আবেদন করবেন যেভাবে : আগ্রহীদের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট থেকে আবেদন ফরমের নমুনা সংগ্রহ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা সরাসরি পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরোনো এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এই ঠিকানায়।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২২।
উল্লেখ্য শর্ত পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ছাড়া নন–রেসিডেন্ট বাংলাদেশিরাও (এনআরবি) আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে এনআরবি হিসেবে প্রমাণপত্রের ছায়ালিপি সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন থেকে সত্যায়িত করে আবেদনের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।