চীনের জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন নয়জন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে আগুন লাগে। পরে তা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়। তবে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হওয়া অপর নয়জন বর্তমানে শঙ্কা মুক্ত।
এদিকে ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
চলতি সপ্তাহেও চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৮ জন নিহত হন। আহত হন দুজন। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা আইন লঙ্ঘন করে কর্মীদের ইলেক্ট্রিক ওয়েল্ডিং করাকে দায়ী করে।