রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমস্কেতে তিনজনকে গুলি করে হত্যা করে ৬৬ বছর বয়সী এক ব্যক্তি নিজে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে রুশ পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
রাশিয়ার স্থানীয় তদন্ত কমিটি জানায়, নিহতদের মধ্যে অন্তত দুজন হামলাকারীর পূর্ব পরিচিত।
প্রাথমিকভাবে জানানো হয়েছে, বন্দুকধারী ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিতকে গুলি করেছে। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একজন লোক রাস্তায় হাঁটার সময় গুলি চালাচ্ছেন। ভিডিওর শেষে দেখা যায়, ওই ব্যক্তি মাটিতে শুয়ে থাকা একজনকে কাছ থেকে গুলি চালাচ্ছেন।
ক্রিমস্ক হলো ক্রিমিয়ান উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর, যেটিকে রাশিয়া ২০১৪ সালে নিজেদের সঙ্গে একীভূত করেছিল।