কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিয়েছেন আদিল মিয়া (৩৮) নামে এক যুবক। উপজেলার গজারিয়ার চান্দেরচর গ্রামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আদিল চান্দেরচর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. নাসির উদ্দিন রাজার ছেলে। তিনি পেশায় একজন জুতা ব্যবসায়ী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ছেলের স্কুলের বেতন নিয়ে স্ত্রীর সঙ্গে আদিল মিয়ার কথা কাটাকাটি হয়। এর জেরে রাতেই বাড়িতে থাকা জুতার কারখানার সিলিং ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস নেন তিনি। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভৈরব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, ‘আত্মহত্যার খবর পেয়েই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর সঙ্গে মান-অভিমান করে তিনি গলায় ফাঁস নিয়েছেন বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্বজনদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’