কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হতে পারে, এমন ধারণা করে দলটির অনেক নেতাকর্মী দুই দিন আগেই কুমিল্লা নগরে আসতে থাকেন। এর মধ্যে গতকাল শুক্রবার এসেছেন সবচেয়ে বেশি। সমাবেশ হবে জেলার টাউন হল মাঠে।
কুমিল্লা সমাবেশে অংশ নেবেন সাংগঠনিক কুমিল্লা দক্ষিণ জেলা, কুমিল্লা উত্তর জেলা, কুমিল্লা মহানগর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীরা।
এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে কুমিল্লা নগরের একটি রেস্তোরাঁয় সমাবেশের সর্বশেষ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের পক্ষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন।
সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন বলেন, ‘এত বাধা-বিপত্তির পরও আগের সাতটি সমাবেশ ব্যাপক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কথা দিলাম, কুমিল্লার সমাবেশও শান্তিপূর্ণ হবে। ’
এদিকে জেলা প্রশাসন থেকে ১০ শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হলেও বেশির ভাগ শর্তই মানছেন না বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশের নিরাপত্তার বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান সাংবাদিকদের জানান, সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত থাকবেন। থাকবে গোয়েন্দা নজরদারিও।