ব্রাজিলে দুটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ১১ জন। স্থানীয় সময় শুক্রবার (২৫ নভেম্বর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য এস্পিরিটো সান্তোর আরাক্রুজ শহরে এই গুলির ঘটনা ঘটে। তবে বন্দুকধারীকে আটক করেছে দেশটি পুলিশ।
এ বিষয়ে শহরটির মেয়র লুইস কার্লোস কৌতিনিয়ো স্থানীয় সংবাদমাধ্যম সিবিএন রেডিওকে বলেছেন, ‘শুক্রবার সকালে বন্দুকধারী এবং একদল সন্ত্রাসী স্কুলে হামলা চালিয়ে তিন শিক্ষক ও এক কিশোরীকে হত্যা করে। ’
এস্পিরিটো সান্তোর গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে এক টুইটার পোস্টে নিশ্চিত করেছেন যে, নিরাপত্তা দল হামলাকারীকে পাকড়াও করেছে। তার বয়স ১৬ বছর, যে কিনা আরাক্রুজের দুটি স্কুলে হামলা চালায়। অপূরণীয় ক্ষতি ও শোক প্রকাশে আমি তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছি। আমরা কারণ অনুসন্ধান চালিয়ে যাব এবং শীঘ্রই আমরা নতুন ব্যাখ্যা পাব। ”
২০১১ সালে সর্বশেষ এই ধরনের সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটেছিল। সে সময় একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১২ শিশু মারা গিয়েছিল।