ইতালির ইসচিয়া দ্বীপের কাছে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে একজন নিহত ও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। ধসে যাওয়া মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ ব্যক্তিদের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।
শনিবার ভোরের দিকে নেপলসের কাছে উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে কাদা এবং ধ্বংসাবশেষের স্রোতে গাছপালা, ভবন ও গাড়ি ভেসে যেতে দেখা গেছে।
বিবিসি বলছে, ইসচিয়া দ্বীপে এক নারীর মৃতদেহ মাটির নিচে পাওয়া গেছে বলে জানা গেছে। এছাড়া সেখানে আরও কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।
বিদ্যুৎহীন হয়ে পড়েছে এখানকার বাসিন্দারা। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ইসচিয়ার বাসিন্দা লিসা বলেন, আমরা রাত ৩ টার (স্থানীয় সময়) দিকে ভারী বজ্রপাতের শব্দ শুনতে পাই। এর পরপরই ভূমিধসের ঘটনা ঘটে। পরে ভোর ৫ টায় দ্বিতীয় দফা ভূমিধসের ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিউ পিয়ান্তেদোসি বলেন, পরিস্থিতি খুবই জটিল। নিখোঁজ ব্যক্তিরা কাদামাটির নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বেশ কয়েকদিন ধরেই খারাপ আবহাওয়া বিরাজ করছে ইসচিয়া ও এর আশেপাশের এলাকায়। রবিবার পর্যন্ত তীব্র বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বইছে সেখানে।