২০২৪ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে সমর্থনের কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। শুক্রবার এক টুইট বার্তায় এ কথা বলেন এই ধনকুবের। খবর রয়টার্সের।
প্রতিবেদনে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি জানায়, প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ইলন মাস্ক। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘২০২৪ সালের প্রেসিডেন্ট পদের জন্য আমার পছন্দ একজন বিচক্ষণ ও কেন্দ্রবাদী। আমি আশা করেছিলাম বাইডেন প্রশাসন তেমনই হবে। কিন্তু এখন পর্যন্ত আমি হতাশ। ’
প্রেসিডেন্ট নির্বাচনে ডিস্যান্টিসকে সমর্থন দিবেন কি না এমন প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘হ্যাঁ, আমি ডিস্যান্টিসকেই সমর্থন দিবো। ’
সোশ্যাল প্ল্যাটফর্ম টুইটারের নতুন মালিক বলেন, ‘আমি ওবামা-বাইডেন প্রেসিডেন্সির একজন উল্লেখযোগ্য সমর্থক ছিলাম। ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনকে ভোট দিয়েছিলাম। ’
চলতি মাসে মার্কিন কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ফ্লোরিডার প্রভাবশালী রিপাবলিকান প্রার্থী ডিস্যান্টিস ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ চার্লি ক্রিস্টকে প্রায় ২০ শতাংশ পয়েন্টে পরাজিত করেন। এর মাধ্যমে রিপাবলিকান পার্টির শীর্ষ উদীয়মান তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ডিস্যান্টিস।
রাজনৈতিক বোদ্ধাদের মতে, প্রেসিডেন্ট প্রার্থীতা নির্বাচনে ট্রাম্পের থেকে অনেক এগিয়ে রয়েছেন ডিস্যান্টিস।
এর আগেও ডিস্যান্টিসকে সমর্থনের কথা জানিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী। গত জুনে তিনি বলেছিলেন, ‘ফ্লোরিডার গভর্নর খুব সহজেই বাইডেনকে হারিয়ে দেবে। ’