জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী দুদিন আগেই ব্রাজিলকে শুভকামনা জানিয়েছিলেন। এবার শুভকামনা জানালেন আর্জেন্টিনাকেও। ভক্তদের মনে তাই ঘুরপাঁক খাচ্ছে- আসলে কোন দলেন সমর্থন করেন এ অভিনেতা।
শনিবার রাতে ছেলের সাথে আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে চঞ্চল লেখেন, শুভ কামনা আর্জেন্টিনা।
ভালো খেলার জয় হোক। ‘সব ভালো তার,শেষ ভালো যার’। লেখার মাঝে লাভ ইমোজিও ব্যবহার করেন তিনি। দেখে বোঝাই যায় আর্জেন্টিনার বেশ পাঁকাপোক্ত ভক্ত চঞ্চল। তবে ঠিক দুদিন আগেই ঘটনা ছিলো ভিন্ন।
গত ২৪ নভেম্বর ব্রাজিলের জার্সি পরে ছবি আপলোড করেন এ অভিনেতা। সেখানে দেখা যায় আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের গায়ে আর্জেন্টিনার জার্সি। দুজনে কিছু একটা ধরে টানাটানি করছেন। মাঝে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সেটা থামানোর ভঙ্গিতে রয়েছেন। প্রথম দেখায় মনে হয় তিশা রেফারির ভূমিকা পালন করছেন।
উল্লেখ্য, বিশ্বকাপে বাঁচা-মরার সমীকরণ নিয়ে মেক্সিকোর সাথে আজ মাঠে নেমেছে আর্জেন্টিনা। রাত ১টায় শুরু হয় দুই দলের লড়াই। সৌদির বিপক্ষে লজ্জার হারের ম্যাচের একাদশ থেকে মেক্সিকোর বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন আনে লিওনেল স্কালোনি। ক্রিস্টিয়ান রোমেরো, পাপু গোমেজ, মলিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়েন্দ্রো পারেদেসের পরিবর্তে সুযোগ পেয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, মন্টিয়েল গুইদো রদ্রিগেজ ও এলেক্সিস ম্যাকএলিস্টার।