ইতালির ইসচিয়া দ্বীপে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। নিহতদের মধ্যে এক নবজাতক ও দুই শিশুও রয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ভূমিধসের ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছের নেপলসের গভর্নর ক্লাদিও প্লালোম্বা।
উপকূলজুড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা।
তীব্র ঝড়বৃষ্টিতে ইতালির দ্বীপ ইসচিয়ায় গত শনিবার ভূমিধসের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় এক জনের মৃত্যু ও ১২ জন নিখোঁজের খবর জানায় কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা জানিয়েছিল কর্তৃপক্ষ।
শনিবার ভোরের দিকে উপকূলীয় দ্বীপ ইসচিয়ার সবচেয়ে বড় পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটে। পাথর ও কাদামাটির তোড়ে গাছপালা, ভবন ও গাড়ি ভেসে যায়।