গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা এলাকা থেকে ২৪৫০ পিস ইয়াবা ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২৪ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গেল রাতে (২৭ নভেম্বর) ১২টায় অভিযান পরিচালনা করে কাশিমপুর নামা বাজার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে থেকে মো. সোহেল ও সারদাগঞ্জ পশ্চিমপাড়া পুকুরপাড় থেকে মো. সজিবকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।