ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এর অংশ হিসেবে চট্টগ্রামে লাইটার জাহাজে পণ্য পরিবহনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। এছাড়া নৌযান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরাও।
ধর্মঘটের কারণে রোববার সকাল থেকে বরিশাল নদী বন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
খুলনায় বিক্ষোভ মিছিল করেছে নৌযান শ্রমিকরা। তাদের পক্ষ থেকে বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বেতন বাড়ানোর দাবি জানানো হয়েছে।
ধর্মঘটের অংশ হিসেবে চট্টগ্রামে লাইটার জাহাজে পণ্য পরিবহনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তারা বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আন্দোলনে নেমেছেন তারা।
নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদ নেতারা জানান, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
এদিকে ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছেন নৌ পথের যাত্রীরা।
শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করাসহ ১০ দফা দাবিতে চলছে অনির্দিষ্টকালের এই ধর্মঘট।