ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রাশিয়ার হামলাকে গণহত্যার সামিল বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল। তিনি বলেন, ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করতেই জ্বালানি অবকাঠামোতে হামলা করছে মস্কো। ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
খবর বিবিসির।
জাতিসংঘের গণহত্যা কনভেনশনে গণহত্যার সংজ্ঞা দেয়া হয়েছে এভাবে, ‘কোন জাতি, ধর্ম, বর্ণে ভিত্তিতে কোন গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়। ’
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখো মানুষ। ইউক্রেনের তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানবেতর জীবন পার করছেন ইউক্রেনীয়রা। বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে খেরসনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
তবে রাজধানী কিয়েভসহ ১৪ অঞ্চলে এখনো সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল এন্ড্রিয়া কোস্টিন বলেন, বিদ্যুৎ গ্রিডে হামলা করা ছাড়াও ১১ হাজার ইউক্রেনীয় শিশুকে
জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, জানুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ৪৯ হাজার যুদ্ধাপরাধ করেছে মস্কো।