হবিগঞ্জে অভিযান চালিয়ে ১৫ জন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের (ওসি) শফিকুল ইসলাম।
তিনি জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর চরনুর আহমদ এলাকায় জুয়ার আসর বসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
সেখান থেকে ৮ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯ হাজার ৫০০ টাকা ও ২০৪টি কার্ড।
আটক ব্যক্তিরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের নুনু মিয়া (৫২), মো. ইছাক আলী (৩৯), জুবেদ মিয়া (৪০), নবু মিয়া (৪০), ছফু মিয়া (৪০), মো. সনিজ আলী (৪২), সাগর মিয়া (৪০) ও চুনারুঘাট উপজেলার বড়কুটা গ্রামের জাহির মিয়া (৩৮)।
এদিকে, একই অভিযোগে বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ৭ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার টাকা ও ২১২টি কার্ড উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের শহীদ মিয়া (৫০), আব্দুল বারিক (৬৫), মীরেরপাড়া গ্রামের মুদ্দত আলী ওরফে মদুদ আলী (৪০), সাজন মিয়া (২৯), গুলগাও গ্রামের লেবু মিয়া (২৮), আব্দানারায়ন গ্রামের মহিদ মিয়া (৩৫), নুরাজ মিয়া (৫০)।
ডিবি পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, আটককৃত জুয়াড়িদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।