বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, ‘রক্ত ছাড়া, আন্দোলন ছাড়া সমস্যার সমাধান হবে না। নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না। জনবান্ধব কর্মসূচিতে বাধা ও বিএনপি কর্মীদের গুলি করে দমন-নিপীড়ন চালাচ্ছে সরকার। ’
মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না বিএনপি। নিজের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় আসার পাঁয়তারা করছে আওয়ামী লীগ। ২০১৮ সালের মতো গুলি করে, নির্যাতন করে ২০২৩-এ আবার ক্ষমতায় আসতে চায় তারা। ’
১০ ডিসেম্বরের সমাবেশের কথা টেনে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘ঢাকার শান্তিপূর্ণ সমাবেশের স্থান নিয়ে টালবাহানা করছে সরকার। পরিবহন ধর্মঘট হবে না বলে জানিয়েছে তারা। রাস্তায় রাস্তায় গাড়ি পুড়িয়ে বিএনপির ঘাড়ে দায় চাপানোর ষড়যন্ত্র করছে তারা। সরকার পদত্যাগ না করলে ১০ ডিসেম্বর সরকার পতনের আন্দোলন শুরু করবে বিএনপি। ’